জুস খাইলো কে?

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২৭ ডিসেম্বর, ২০১৪, ০১:০৪:৪৮ দুপুর

পাইপের ভিতর কেও নাই

তাইলে জুস খাইলে কে

আঃ আঃ শব্দ করে

গভীরেতে কাদঁলো কে?

জিয়াদ যদি খেললো হেথায়

কে ছিল আর সাথে তার

কি কয় তারা হাছা কথা

ভেবে দেখা তা দরকার ।

ছয়শত ফুট নিচে শিশু

কেমন করে শ্বাস নেয়

নাটক নাকি আমজনতার

অহেতুক এই অপব্যয়?

মিডিয়ারা সব ফুঁসছে হেথায়

ক্যামারাটা দেখায় কি

ব্যঙ্গ টিকটিকি জুস খেয়েছে

বস্তা টেনে উপায় কি?

ব্যঙ্গ উঠেছে রশি ধরে

উঠছে হেথায় ঠিকঠিকি

বস্তা তো খালি নয়

এটুকুই বা কম কি?

জিয়াদ কি বেঁচে আছে

নাকি এসব নাটক সেই

গুম কিংবা রাজনীতির

অপবাদের ছবি এই ।

কান নিয়েছে চিলে রে ভাই

চিলের পিছু ছুটছে দেশ

বাঙ্গালীরা গুজব প্রিয়

হাছা মিছার নেইকো রেশ ।

জিয়াদ ছিল জিয়াদ আছে

থাকবে জিয়াদ জীবিত

নাটক এসব রাজনীতিতে

এই কথা অমৃত ।।

বিষয়: সাহিত্য

১০৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297459
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ ভাই সুন্দর লিখেছেন।হতে পারে ছাত্রলীগ সেক্রেটারীর বেফাস স্ট্যাটাস্টা অন্যদিকে ফেরানোর অপকৌশল মাত্র।
297460
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
অনেক পথ বাকি লিখেছেন : আমারো একই প্রশ্ন। তাহলে এটা কি আরেকটা নাটক?
297468
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৫
ইবনেআদম লিখেছেন : যখনই আন্দোলন-তখনই নাটক তৈরী হয়।
297485
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File